Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

১। পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া কর্তৃক উদ্ভাবিত গবেষণামূলক প্রকল্পের কার্যক্রম গ্রাম পর্যায়ে বাস্তবায়ন করা।

২। গ্রাম ভিত্তিক একক সমবায় সংগঠন তৈরী ও রেজিষ্ট্রেশনে সহযোগীতা করা।

৩। গ্রামের নারী-পুরুষ ও ধনী-গরীব নির্বিশেষে সকল জনগোষ্ঠীকে সংগঠনভুক্ত করা।

৪। স্থানীয় সম্পদ চিহ্নিত করে তার পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা।

৫। গ্রাম সম্পদ বই প্রনয়ন ও তার ব্যবহার করা।

৬। নিয়মিত প্রশিক্ষণ প্রদানের মাধোমে সদস্যদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা তথা প্রযুক্তি হসত্মামত্মর।

৭। উপজেলা পর্যায়ের জাতিগঠনমূলক বিভাগ সমূহের সাথে সমবায় সমিতির কর্ম-সম্পর্ক প্রতিষ্ঠা করা।

৮। সদস্যদের সংগৃহীত পুঁজির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।

৯। সমিতির নিজেস্ব মূলধন থেকে ঋন বিতরনের মাধ্যেমে সদস্যদের আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

১০। সৌর বিদ্যুৎ, বায়ো গ্যাস প্লান্ট, আর্সেনিক মুক্ত পানি সরবরাহ এবং সেচের জন্য গভীর নলকূপ স্থাপন।