Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

১। পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া কর্তৃক উদ্ভাবিত গবেষণামূলক প্রকল্পের কার্যক্রম গ্রাম পর্যায়ে বাস্তবায়ন করা।

২। গ্রাম ভিত্তিক একক সমবায় সংগঠন তৈরী ও রেজিষ্ট্রেশনে সহযোগীতা করা।

৩। গ্রামের নারী-পুরুষ ও ধনী-গরীব নির্বিশেষে সকল জনগোষ্ঠীকে সংগঠনভুক্ত করা।

৪। স্থানীয় সম্পদ চিহ্নিত করে তার পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা।

৫। গ্রাম সম্পদ বই প্রনয়ন ও তার ব্যবহার করা।

৬। নিয়মিত প্রশিক্ষণ প্রদানের মাধোমে সদস্যদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা তথা প্রযুক্তি হসত্মামত্মর।

৭। উপজেলা পর্যায়ের জাতিগঠনমূলক বিভাগ সমূহের সাথে সমবায় সমিতির কর্ম-সম্পর্ক প্রতিষ্ঠা করা।

৮। সদস্যদের সংগৃহীত পুঁজির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।

৯। সমিতির নিজেস্ব মূলধন থেকে ঋন বিতরনের মাধ্যেমে সদস্যদের আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

১০। সৌর বিদ্যুৎ, বায়ো গ্যাস প্লান্ট, আর্সেনিক মুক্ত পানি সরবরাহ এবং সেচের জন্য গভীর নলকূপ স্থাপন।